বেগম কামরুননেছা ডিগ্রী কলেজ

দুড়াকুটি, ডাকঘর : ভেলাবাড়ী, উপজেলা ও জেলা : লালমনিরহাট ।

কলেজ কোড : উচ্চ মাধ্যমিক-৭২৫৪, ডিগ্রী : ২৯১৭, EIIN NO : 122987

বেগম কামরুননেছা ডিগ্রী কলেজ

দুড়াকুটি, ভেলাবাড়ী, লালমনিরহাট ।

EIIN NO : 122987

একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • কলেজ কর্তৃক ভর্তি আবেদন ফরম সঠিক ভাবে পূরণ করে মূল ও ফটোকপি-১ কপি।    

  • এস.এস.সি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর মূল কপি ও ফটোকপি-১ সেট।  

  • রেজিস্ট্রেশন ও এডমিট কার্ডের মূল কপি ও ফটোকপি-১ সেট।   

  • এস.এস.সি পাশের মূল প্রশংসাপত্র ও ফটোকপি-১ সেট।  

  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি-৪ কপি। 

  • অনলাইন আবেদনের সময় যে মোবাইল নম্বর ব্যবহার করছেন সেই মোবাইল নম্বর অবশ্যই ফরমের মধ্যে লিখতে হবে।    

  • পিতা ও মাতার এন.আই.ডি কার্ডের ফটোকপি-২ সেট।   

  • শিক্ষার্থীর ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি-২ কপি।    

বিশেষ দ্রষ্টব্য: (কলেজ অফিসে জমা দিয়ে ভর্তি হতে হবে):

  1. মূল আবেদন ফরমসহ সকল মূল কাগজপত্র-১ সেট। 

  2. আবেদন ফরমের ফটোকপিসহ সকল কাগজপত্রের ফটোকপি-১ সেট।