হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তর জনপদের সীমান্তবর্তী লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন মোগলহাট ইউনিয়ন ও পার্শ্ববতী ইউনিয়নের ১২/১২ কিলোমিটার এলাকা জুড়ে মাধ্যমিক পরবর্তী উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিস্তারে বেগম কামরননেছা ডিগ্রী কলেজ গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে।
নদীভাঙ্গন কবলিত মঙ্গাপীড়িত জনগোষ্ঠীর কিশোর-কিশোরী ও যুবক–যুবতীদের জীবনের সঠিক পথ নিদের্শনায় ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সকল কার্যত্রম সফল পরিচালনায় প্রতিষ্ঠানের কর্মচারীদের রয়েছে প্রচন্ড কর্ম-উদ্দীপনা । বিগত শিক্ষা বছরগুলোর উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী (পাস) কোস পযায় যে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রতিষ্ঠানটি জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করে । সন্ত্রাস ও রাজনীতিমুক্ত সুস্থ ও সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন বেখে মানসম্মত ও যুগোপযোগী আধুনিক শিক্ষা বাস্তবায়ন করাই বেগম কামরুননেছা ডিগ্রী কলেজের নিরন্তর প্রচেষ্টা ।
প্রত্যন্ত পল্লী অঞ্চলের দারিদ্র-পীড়িত জনগোষ্ঠীর শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেই মহান ব্যক্তিত্বের অধিকারী প্রয়াত মেজর কামরূল হাসান আজাদ (অবঃ) এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন । আমি তার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি। সাধুবাদ জ্ঞাপন করছি তাদের–যারা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকত্ব দান করেছেন। এ বিদ্যাপীঠের সকল শুভানুধ্যায়ী, পৃষ্ঠাপোষক শিক্ষনুরাগীদের জানাই আন্তরিক অভিবাদন ।
অত্র এলাকায় উচ্চ মাধ্যমিক শিক্ষার বাস্তবায়ন ও উচ্চ শিক্ষার ভিত রচনায় এ প্রতিষ্ঠানটির অনবদ্য অবদান অব্যাহত থাকবে-এ প্রত্যাশা করছি।